Wednesday, January 12, 2011

পেনড্রাইভ ফরমেট না হলে

সব সময় পেন ড্রাইভ ফরমেট করার প্রয়োজন হয় কিন্ত ফরমেট করতে গেলে নানা রকম এরর মেসেজ আসে ফলে সহজে পেন ড্রাইভ ফরমেট করা যায় না।আজ আমি আপনাদের এই
সব পেন ড্রাইভ কিভাবে ফরমেট করতে হয় তা জানাব।
পদ্ধতি ১:
(১)প্রথমে My computer এ যেয়ে right click করুন।
(২)তারপরে Manage এ ক্লিক করুন।দেখবেন computer Management window
আসবে।
(৩)এবার Diskmanagement এ ক্লিক করুন।
দেখবেন আপনার ড্রাইভ গুলো শো করছে।
(৪)এবার আপনার পেনড্রাইভ সিলেক্ট করে রাইট ক্লিক করুন।
(৫)তারপরে Fomat এ ক্লিক করুন।
পদ্ধতি ২:
(১)প্রথমে স্টাট বাটন থেকে রানে ক্লিক করুন
(২)তারপরে cmd লিখুন
(৩)এবার কমান্ড প্রমপ্টের মধ্যে লিখুন
convert g:/fs:ntfs লিখে ইন্টার চাপুন।
[এখানে g আপনার পেনড্রাইভের ড্রাইভ লেটার]
(৪)এর পরে পেনড্রাইভ নরমাললি ফরমেট করুন ।
পদ্ধতি ৩:
(১)রান অপশনে যেয়ে Regedit লিখুন
(২)তারপরে যান Mycomputer>HKEY_LOCAL_MACHINE>SYSTEM>CurrentControlset>Control>Storage Device Policies
(৩)ডিলেট করুন Storage Device Policies এই অপশনটি।
(৪)তারপর নরমাললি পেনড্রাইভ ফরমেট করুন।
আশা করছি উপরের দেওয়া পদ্ধতি গুলো দিয়ে আপনি আপনার পেনড্রাইভ ফরমেট করতে পারবেন।এর মধ্যে প্রথম দুইটি পদ্ধতি দিয়ে আপনি আপনার পেনড্রাইভ ফরমেট দেওয়ার চেষ্টা করবেন।আর ৩ নং পদ্ধতিটি পেনড্রাইভ রাইট প্রোটেকটেড হয়ে গেলে কাজে লাগে।এরপরও যদি কাজ না হয় তাহলে সেফ মুডে যেয়ে
পেনড্রাইভ ফরমেট দেওয়ার চেষ্টা করবেন তাও যদি না হয়
তাহলে লিনাক্স বা এর কোন ডিষ্ট্রো দিয়ে চেষ্টা করে দেখতে
পারেন।এরপরও যদি না হয় তাহলে আর কি বলব?আপনাদের জানা কোন পদ্ধতি থাকলে জানিয়েন।
তবে পেনড্রাইভ যত ফরমেট না দেওয়া
যায় ততই ভাল।একটু সতর্কতার সাথে ব্যবহার করলে
পেনড্রাইভ ফরমেট দেওয়া লাগবেনা।

No comments:

Post a Comment

Shobuj Khandokar Profile

Shobuj Khandokar Profile
NAME: MD: SHOBUJ KHONDOKAR FATHER’S NAME: MD: JAMAL UDDIN MOTHER’S NAME: JAHANARA BEGUM TEMPORARY ADDRESS: DAKBANGLA BAZAR, P.O.SHADHUHATI, DIST: JHENAIDAH PERMANENT ADDRESS: DAKBANGLA BAZAR, P.O.SHADHUHATI, DIST: JHENAIDAH MOBILE: +8801739-78 20 76 NATIONALITY: BANGLADESHI RELIGION: MUSLIM (SUNNI) MARITIAL STATUS: UNMARRIED/MARRIED DATE OF BIRTH: 08-02-1990 EDUCATIONAL QUALIFICATION: EXAMINATION BOARD/UNIVERSITY PASS YEAR GRADE S.S.C DHAKA 2006 4.50 H.S.C JESSORE 2007 4.30 COMPUTER KNOWLEDGE: Microsoft World, Illustrator, Video Editing, Computer Servicing, Software, Internet etc.

My Best Actor Shah Rukh Khan Profile

My Best Actor Shah Rukh Khan  Profile
Name: Shah Rukh Khan Date Of Birth: 2nd of November, 1965 Place of Birth: New Delhi, India Religion: Islam (Muslim) Marital Status: Married Wife: Gauri Chibber/Khan who graduated from Modern school, Barakhamba Road, New Delhi. Kids: Shahrukh loves kids. He always wanted a girl, but he is a proud father of a baby boy born on the 13th of november, 97 - named Aryan. Father: Taj Khan-Died 1981 with cancer Father's occupation: Lawyer and freedom fighter Mother: Died 1991 while Shah Rukh had gone out to get her medicine. Mother's occupation: Magistrate and social worker Sister: Shehnaz Lalarukh Pet : Chewbecca ( a dog) Address: 603, Amrit Bandra(west), Mumbai 400050, INDIA. Phone: 91 22 6486116 / 6281413 Email: dreamzandfilms@hotmail.com

Top PTC Site ' Payment 100% Guaranty ' payment proof here

অন লাইনে সহজে টাকা আয় করতে এখানে ক্লিক করুন