Sunday, September 12, 2010

আর নয় antivirus: নিজেই দূর করুন virus ছড়ানো

আমরা অনেকেই হয়তো একটার পর একটা এন্টি ভাইরাস ইন্সটল করে বিরক্ত অথবা বারবার XP সেটআপ দিয়ে ক্লান্ত। কেননা কদিনের মধ্যে ঠিকই পেনড্রাইভ দিয়ে ভাইরাস ঢুকে পড়ে। এজন্য আজ কয়েকটা সহজ কিন্তু কাযর্কর সমাধান দিই।
১. খুব সহজেই বন্ধ করুন পেনড্রাইভ দিয়ে ভাইরাস ছড়ানো
আগে আমরা দেখি ভাইরাস ছড়ায় কেমন করে। ভাইরাস আক্রান্ত পিসিতে পেনড্রাইভ লাগালে ভাইরাসটি পেনড্রাইভে তার একটা কপি তৈরি করে। আর একটা autorun.inf ফাইল তৈরি করে দেয়। এই আক্রান্ত পেনড্রাইভটি অন্য পিসিতে লাগানোর পর এর সাথে জড়িত যেকোন “Event” ঘটলে (যেমন open বা explore করলে ) autorun.inf ফাইলটি সক্রিয় হয়ে ভাইরাসটিকে Execute করে দেয়। তার মানে কোনভাবে এই autorun.inf ফাইলকে তৈরি হতে দেয়া না হলে, ভাইরাস পেনড্রাইভে থাকলেও Execute করবে না।
এখন সমাধান হল আগে থেকে আপনি আপনার পেনড্রাইভে একটা autorun.inf নামে “ফোল্ডার” (ফাইল নয়) তৈরি করে রাখুন। তাহলেই তাকে রিপ্লেস করে আক্রান্ত পিসির ভাইরাসটি নিজস্ব autorun.inf ফাইল তৈরি করতে পারবে না। কারণ, বেশিরভাগ ভাইরাস নির্মাতারা এই বিদঘুটে সমভাবনাটা এড়িয়েই যান।
২. সবসময় সিস্টেম ফাইল Show করুন
ভাইরাসের এক্সিকিউটেবল (*.exe) ফাইলগুলোর Attibute হয় সাধারনত Hidden এবং System File যা সাধারনত Show করা থাকে না। তাই আপনি বুঝতেও পারেননা আপনার পেনড্রাইভে ভাইরাস আছে কিনা। এধরনের ফাইল চিহ্নিত করতে Tools মেনু থেকে Folder Options এ গিয়ে View ট্যাব থেকে Show Hidden Files and Folders রেডিও বাটন সিলেক্ট করুন।এবার ঠিক তার নিচের Hide Extensions for known File Types এবং Hide Protected Operating System Files লেখা দুটি চেকবক্স আনচেক করে Apply দিয়ে Ok করে বেরিয়ে আসুন।
এবারে পেনড্রাইভে সন্দেহজনক কোন Hidden এক্সিকিউটেবল (*.exe) ফাইল দেখলে ডিলিট করে দিন।
৩. Drive Letter টাইপ করে পেনড্রাইভ খুলুন
ভাইরাস আক্রান্ত বা সন্দেহজনক পেনড্রাইভ কখনোই ডাবলক্লিক করে অথবা রাইট বাটনে ক্লিক দিয়ে (Open বা Explore করে) খুলবেন না। Address Bar থেকে Drive Letter (যেমনঃ D:\ বা I:\) টাইপ করে খুলবেন। এতে ভাইরাস থাকলেও তা আপনার পিসিকে আক্রান্ত করার সুযোগ পাবে না।
একইভাবে হার্ডডিস্কের অন্যান্য পার্টিশনে ভাইরাস থাকলে তা ডিলিট করুন এবং পিসি রিস্টার্ট দিন।
৪. স্টার্টআপ পরিষ্কার রাখুন
আপনার পিসি Boot করার পর যেসব প্রোগ্রাম লোড করে তা থাকে স্টার্টআপে। নিত্যপ্রয়োজনীয় প্রোগ্রামগুলো ছাড়া অন্যান্য প্রোগ্রামগুলোর চেকবক্স আনচেক করে দিন। এটি আপনি পাবেন উইন্ডোজের Run থেকে msconfig লিখে এন্টার দিলে যে ডায়ালগ বক্স আসবে তার Startup ট্যাব থেকে। এবারে পিসি রিস্টার্ট দিন।
৫. অপ্রয়োজনীয় Process দূর করুন
অনেকসময় ভাইরাস ফাইল চিহ্নিত করার পরেও তা ডিলিট করতে গেলে এরর দেয় বা “Access is Denied” দেখায়। এরকম হলে বুঝতে হবে ভাইরাস Process টি বর্তমানে Running অবস্থায় আছে যা আগে বন্ধ করতে হবে। আপনি Ctrl+Alt+Delete চেপে Task Manager থেকে প্রসেসটি বন্ধ করতে পারেন। কিন্তু সমস্যা হয় তখনই যখন প্রসেসটি থাকে Hidden যা Task Manager এ Show করে না। এক্ষেত্রে আপনি HijackThis নামের সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন যা বেশ ভাল একটি Spyware Remover।

টি আপনি ডাউনলোড করতে ক্লিক করুন এখানে। HijackThis স্টার্ট করে Scan করে তৈরি করা লগ ফাইলটি http://www.hijackthis.de/ এই সার্ভিসের মাধ্যমে সাবমিট করে কোন প্রোগ্রামের প্রসেস কিরকম বা রেটিং জেনে আপনি অনায়াসে Hidden Process গুলো দূর করতে পারবেন।
৬. দূর করুন সাধারণ ভাইরাস সমস্যা
পেন ড্রাইভের মাধমে যে ভাইরাস গুলো ধরে সেগুলো সাধারণ কিছু সমস্যা সৃষ্টি করে এই যেমন Disk Access নষ্ট করা, Folder Option Access নষ্ট করা ইত্যদি। ডিস্ক হিল ব্যবহার করে খুব সহজেই এইসব সমস্যার সমাধান করা যায়।
তাহলে শুরু করে দিন আপনার নিজে নিজে ভাইরাস নিধন অভিযান।

No comments:

Post a Comment

Shobuj Khandokar Profile

Shobuj Khandokar Profile
NAME: MD: SHOBUJ KHONDOKAR FATHER’S NAME: MD: JAMAL UDDIN MOTHER’S NAME: JAHANARA BEGUM TEMPORARY ADDRESS: DAKBANGLA BAZAR, P.O.SHADHUHATI, DIST: JHENAIDAH PERMANENT ADDRESS: DAKBANGLA BAZAR, P.O.SHADHUHATI, DIST: JHENAIDAH MOBILE: +8801739-78 20 76 NATIONALITY: BANGLADESHI RELIGION: MUSLIM (SUNNI) MARITIAL STATUS: UNMARRIED/MARRIED DATE OF BIRTH: 08-02-1990 EDUCATIONAL QUALIFICATION: EXAMINATION BOARD/UNIVERSITY PASS YEAR GRADE S.S.C DHAKA 2006 4.50 H.S.C JESSORE 2007 4.30 COMPUTER KNOWLEDGE: Microsoft World, Illustrator, Video Editing, Computer Servicing, Software, Internet etc.

My Best Actor Shah Rukh Khan Profile

My Best Actor Shah Rukh Khan  Profile
Name: Shah Rukh Khan Date Of Birth: 2nd of November, 1965 Place of Birth: New Delhi, India Religion: Islam (Muslim) Marital Status: Married Wife: Gauri Chibber/Khan who graduated from Modern school, Barakhamba Road, New Delhi. Kids: Shahrukh loves kids. He always wanted a girl, but he is a proud father of a baby boy born on the 13th of november, 97 - named Aryan. Father: Taj Khan-Died 1981 with cancer Father's occupation: Lawyer and freedom fighter Mother: Died 1991 while Shah Rukh had gone out to get her medicine. Mother's occupation: Magistrate and social worker Sister: Shehnaz Lalarukh Pet : Chewbecca ( a dog) Address: 603, Amrit Bandra(west), Mumbai 400050, INDIA. Phone: 91 22 6486116 / 6281413 Email: dreamzandfilms@hotmail.com

Top PTC Site ' Payment 100% Guaranty ' payment proof here

অন লাইনে সহজে টাকা আয় করতে এখানে ক্লিক করুন